বালিয়াকান্দির বহরপুরে কাঁচা রাস্তায় মাটিবাহী ট্রাক চলাচল নিষেধ করায় বসত বাড়ীতে দুর্বৃত্তদের হামলা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৩-৩০ ১৪:৪৩:৩৪

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামে গত ২৯শে মার্চ দুপুরে মালিকানাধীন দুই পুকুরের মাঝখানে ব্যক্তিগত কাঁচা রাস্তার উপর দিয়ে মাটিবাহী ট্রাক চলাচল নিষেধ করায় আকতার মৃধা ও রাজীব মৃধা নামে দুই ব্যক্তির বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বুত্তরা। এ সময় বাড়ীর লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশেরও হুমকি দেয় তারা।

  নতুনচর গ্রামের কামরুজ্জামান জুয়েল জানান, তাদের পুকুরের মাঝখানে ব্যক্তিগত কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় দুই শতাধিক মাটিবাহী ট্রাক চলাচল করতো। এতে তাদের রাস্তার ব্যাপক ক্ষতিসাধন হওয়াসহ ধুলাবালিতে বাড়ীতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যে কারণে ওই কাচা রাস্তা দিয়ে মাটিবাহী ট্রাক চলাচলে নিষেধ করায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদেরকে প্রাণের নাশের হুমকি দিয়ে আসছিলো। এ জের ধরে দুপুরে রাজীব মৃধা ও আকতার মৃধার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে তারা।

  কামাল হোসেন মৃধা জানান, রাস্তাটি আমাদের নিজস্ব রাস্তা। আমরা নিজেরাই মেরামত করি। কোন চেয়ারম্যান বা মেম্বার কোন দিন এক ঝাকা মাটিও সেখানে ফেলেনি। এই রাস্তা দিয়ে শুধু এলাকার মানুষ যাতায়াত করতো। কিন্তু সম্প্রতি প্রভাবশালী কিছু নেতাকর্মী ওই রাস্তা দিয়ে মাটিবাহী ট্রাক প্রবেশ করাচ্ছে। এতে রাস্তা নষ্ট হওয়াসহ আমাদের নানা সমস্যা হচ্ছে। মাটি বাহী ট্রাক ওই রাস্তা দিয়ে চলাচল নিষেধ করায় তারা আমাদের বসতবাড়ীতে হামলা চালায়।

  আকিরন বেগম নামে এক নারী জানান, দুর্বুত্তরা ধারালো অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে আমাদের বাড়ীতে হামলা করে বাড়ীর পুরুষদের নাম ধরে গালাগালি করাসহ নানা ধরণের হুমকি দেয়। এসময় বাড়ীর পুরুষ মানুষ কেউ না থাকায় তারা ভাংচুর করে।

  বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com