রাজবাড়ী থানা পুলিশের অভিযানে চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার || ২০২১-০৩-৩১ ১৬:৫৯:৫৩

image

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমজারের সার্বিক তত্বাবধানে এসআই হিরন কুমার বিশ্বাস গতকাল ৩১শে মার্চ সকালে সঙ্গীয় ফোর্সসহ শহরের সজ্জনকান্দা এলাকা থেকে জিআর মামলা নং-৪৮/১১, টিআর ০১/১২ ধারাঃ ৩৭৯/৪১১ পেনাল কোড আইনের মামলায় ২বছরের সশ্রম কারাদন্ড ও ২হাজার জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোস্তাক মন্ডল, পিতা-মৃত সবদুল মন্ডল, সাং-আলাদীপুর, থানা ও জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেছে। রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ০১/১০/২০১৪ তারিখে উক্ত মামলার রায় ঘোষণা করে। রায় ঘোষনার পর থেকেই আসামী মোস্তাক মন্ডল পলাতক ছিল।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com