৭০দিন বন্ধ থাকার পর গোয়ালন্দ-রাজশাহী রেলরুটে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস চলাচল শুরু

আবুল হোসেন || ২০২০-০৬-০৩ ১৫:০৩:৫৭

image

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে টানা ৭০দিন বন্ধ থাকার পর গতকাল ৩রা জুন থেকে গোয়ালন্দ ঘাট(দৌলতদিয়া)-রাজশাহী রুটের আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে। 
  করোনার সংক্রমণ রোধে গত ২৫শে মার্চ থেকে ট্রেনটির চলাচল বন্ধ রাখে রেলওয়ে। তবে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চালু হলেও প্রতিদিন এই রুটে যেখানে ৪টি ট্রেন চলাচল করতো-এখন সেখানে শুধুমাত্র ১টি ট্রেনই আপাতত চলাচল করবে। অন্য ৩টি (নকশীকাঁথা মেইল ও ২টি লোকাল শাটল) ট্রেন বন্ধই থাকবে। মধুমতি এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা ৬৩৯ হলেও সামাজিক দূরত্ব মেনে ৩২০ জন করে যাত্রী নিয়ে চলাচলের কথা রয়েছে। 
  গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোঃ জিল্লুর রহমান বলেন, করোনা আক্রান্ত রোগীদের জন্য এ স্টেশনের প্রথম শ্রেণীর বিশ্রামারগারটিকে অস্থায়ীভাবে ‘কোয়ারেন্টাইন রুম’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্লাটফরমে যাত্রীদের হাত ধোয়ার জন্য সাবান-পানির ব্যবস্থা হয়েছে এবং হ্যান্ড মাইক দিয়ে যাত্রীদের সচেতন করা হচ্ছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com