পাংশায় মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে ৩০ জনের জরিমানা

মোক্তার হোসেন || ২০২১-০৪-০১ ১৫:১২:৩৫

image

রাজবাড়ী জেলার পাংশা শহরে গতকাল ১লা এপ্রিল দুপুরে মুখে মাস্ক না পড়ায় ৩০ জনকে ১৯হাজার ১৮০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। 

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ১১জনকে ৫হাজার ২শত টাকা জরিমানা করেন। 

  এছাড়া পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ১৯ জনকে ১৩ হাজার ৯৮০ টাকা জরিমানা করেন। পাংশা মডেল থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। 

  ভ্রাম্যমান আদালতের কর্মকর্তাবৃন্দ পাংশা বাজারের প্রধান সড়কের ফুটপাথ থেকে অবৈধ দোকানপাট অপসারণ ও গণ-উপদ্রব যানবাহন সরিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

  এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ জনসচেতনতায় লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com