রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী এলাকায় অভিযান চালিয়ে চরমপন্থী সদস্য ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি এলাকার মুজাই শেখের ছেলে হাবিব শেখ(৩৫) এবং দৌলতদিয়া ইউনিয়নের ২নং বেপারী পাড়ার সিদ্দিক শেখ ওরফে সিদ্দিক ল্যাংড়ার ছেলে ইয়াছিন শেখ(৩০)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্য। ইয়াছিনের বিরুদ্ধে ৪টি এবং হাবিবের বিরুদ্ধে ২টি বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গতকাল শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com