দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫০জন মৃত্যুবরণ করেছে। একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৩ জন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫০ জন মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে পুরুষ ৪০ ও নারী ১০ জন। গতকালের চেয়ে গতকাল শুক্রবার ৯ জন কম মৃত্যুবরণ করেছে। গত বৃহস্পতিবার ৫৯ জন মৃত্যুবরণ করেছিলেন।
এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৯ হাজার ১৫৫ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল শুক্রবার মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।
গতকাল ২রা এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৮৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত বৃহস্পতিবার ২৮ হাজার ১৯৮ জনের নমুুনা পরীক্ষায় ৬ হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতদিনের চেয়ে শুক্রবার ৩৬১ জন বেশি আক্রান্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ২২ দশমিক ৯৪ শতাংশ। গত বৃহস্পতিবারের চেয়ে গতকাল শুক্রবার শনাক্তের হার দশমিক ৩৪ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪৭ লাখ ২৮ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষায় ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৫ লাখ ৭২ হাজার ৪৮৪টি হয়েছে সরকারী এবং ১১ লাখ ৫৫ হাজার ৬২৯টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ১৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৩ জন। গত বৃহস্পতিবার সুস্থ হয়েছিলেন ২ হাজার ৫৩৯ জন। গতদিনের চেয়ে শুক্রবার ৬৬ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।
গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ। গত বৃহস্পতিবার এই হার ছিল ৮৮ দশমিক ২১ শতাংশ। গতদিনের চেয়ে শুক্রবার সুস্থতার হার দশমিক ৫৭ শতাংশ কম।
রাজবাড়ী জেলার করোনা আপডেট ঃ রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন গতকাল ২রা এপ্রিল জানান, গত ২৯শে মার্চ রাজবাড়ী জেলায় সংগৃহীত ২৬ জনের নমুনা ঢাকায় আইসিডিডিআরবি’র ল্যাবে আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে ৮ জনের পজিটিভ পাওয়া গেছে।
এরআগে গত ১লা এপ্রিল রাজবাড়ী সদর হাসপাতালে সদর উপজেলার ৩জনের র্যাপিড এন্টিজেন্ট পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়।
সিভিল সার্জন আরো জানান, গত ৩১শে মার্চ প্রাপ্ত রিপোর্টে দেখা যায়, গত ২৭ ও ২৮শে মার্চ সংগৃহীত ১০০ জনের নমুনা আইসিডিডিআরবি’র ল্যাবে আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে ৩২ জনের পজিটিভ সনাক্ত হয়।
জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৫৯৭ জনের দেহে করোনা সনাক্ত হয়। এরমধ্যে রাজবাড়ী সদর উপজেলা ১৯৫৬ জন, পাংশা উপজেলা ৭৮৭ জন, কালুখালী উপজেলা ২৪০ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৯ জন এবং গোয়ালন্দ উপজেলায় ২৮৫ জন।
ইতিমধ্যে জেলায় সুস্থ্য হয়েছে ৩ হাজার ৪৬৯ জন। মারা গেছে ৩১জন। জেলায় হাম আইসোলেশনে চিকিৎসারত রয়েছে ৯১ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছে ৬ জন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com