কালুখালী উপজেলায় লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন

রাকিবুল ইসলাম || ২০২১-০৪-০৫ ১৫:০১:৩১

image

করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় ১সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে কালুখালী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন।

  গতকাল সোমবার সকাল ১১টার দিকে রতনদিয়া বাজারসহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম ও কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান। 

  এ সময় রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, থানার এসআই জাহিদ হোসেন, মনির হোসেন, রতনদিয়া(অরুণগঞ্জ) বাজার বণিক সমিতির সভাপতি ইমদাদুল হক দুদু, সাধারণ সম্পাদক রনজয় কুমার বসু ও সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেনসহ বাজার বণিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঔষুধ, কাঁচা-বাজার ও নিত্য প্রয়োজনীয় দোকান খোলা থাকবে এবং ক্রেতা ও বিক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করতে হবে। কোনো ভাবেই মাস্ক ব্যতীত বাড়ীর বাইরে বের হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com