রাজবাড়ীতে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট॥মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২১-০৪-০৬ ১৬:০০:৪৫

image

রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল ৬ই এপ্রিল শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড ও হাসপাতাল সড়কে অভিযান পরিচালনা করে ১জন সিগারেট দোকানীকে ধুমপান ও  তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১) ছ ধারার অপরাধে ৫০০ টাকা ও পাবলিক প্লেসে ধুমপানের অপরাধে একই আইনের অপর ধারায় ৪জনকে ৫০০ টাকা জরিমানা করেন। এ অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক প্রসিকিউটর হিসেবে ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর একদল সদস্য অভিযানে সহযোগিতা করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com