রাজবাড়ী পৌরসভার কর আদায়কারীদের মাঝে উপকরণ বিতরণ করলেন মেয়র

স্টাফ রিপোর্টার || ২০২১-০৪-১১ ১৫:০২:০৭

image

রাজবাড়ী পৌরসভার কর আদায় কার্যক্রম গতিশীল করতে কর আদায়কারী মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে গতকাল ১১ই এপ্রিল দুপুরে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

  পৌরসভায় কর আদায় শাখার উদ্যোগে ১০ জন কর্মচারীর মাঝে ব্যাগ, ছাতা, ডায়েরি ও ক্যালকুলেটর বিতরণ করা হয়।

  প্রধান অতিথি হিসেবে উপকরণগুলো তুলে দেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। এ সময় পৌর সভার প্যানেল মেয়র নির্মল কৃষ্ণ চক্রবর্তী, পৌর সভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন ও পৌরসভার ট্যাক্স অফিসার সাইয়েদুল ইসলাম আপান প্রমুখ উপস্থিত ছিলেন। 

  রাজবাড়ী পৌর সভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, কর শাখার কর্মচারীরা পৌরসভার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদের কারণেই দেখা যায় পৌরসভার একটা অংশে উন্নয়ন হয়। তারা খুব কষ্ট করে এই পৌরসভার জন্য কাজ করে তাই তাদের জন্য আমরা আজ কিছু উপকরণ উপহার দিলাম। যাতে তারা কাজে আরো বেশি আগ্রহী হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com