রাজবাড়ীতে ভ্রাম্যমান দুধ-ডিম ও মাংস বিক্রি করছে জেলা প্রাণি সম্পদ দপ্তর

স্টাফ রিপোর্টার || ২০২১-০৪-১২ ১৬:১৮:২২

image

দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে রাজবাড়ীতে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রি করছে জেলা প্রাণি সম্পদ দপ্তর। প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এল.ডি.ডি.পি), প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এটি বাস্তবায়ন করছেন বাংলাদেশ ডেইরী ফার্মস এসোসিয়েশান ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মস এসোসিয়েশান। গতকাল ১২ই এপ্রিল সকালে ভ্রাম্যমানভাবে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দল্লাহ আল মামুন বাবু। এ সময় জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ ফজলুল হক সরদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহমেদ, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শাকিল আহমেদ, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ অচিন্ত কুমার বিশ^াস, এল.এফ.এ রাজেবুল ইসলাম ও এলএস.পি শ্রাবনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com