রাজবাড়ীতে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান

আশিকুর রহমান || ২০২১-০৪-১৪ ১৭:১৩:৪৯

image

দেশে করোনা ভাইরাসের(কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে গতকাল ১৪ই এপ্রিল থেকে সারাদেশে শুরু হয়েছে ৭দিনব্যাপী সর্বাত্মক লকডাউন। 

  এ সময়ে সরকারীভাবে বিভিন্ন ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারিতে রাজবাড়ীতে প্রথমদিন সফলভাবে পালিত হয়েছে লকডাউন।

  লকডাউন বাস্তবায়ন করতে সারাদিন তৎপর ছিলেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোয়ালন্দ মোড়, বসন্তপুর স্টেশন বাজার, খানখানাপুর বাজার, জেলা শহরের রেলগেট ও বেড়াডাঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৩ জনকে ৩হাজার ৯০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

  এ সময় পুলিশ ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

  সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার এই লকডাউন ঘোষণা করেছে। তাই সকলকে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলতে হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com