গোয়ালন্দে ৪র্থ দিনের লকডাউন বাস্তবায়নে ৮জনকে জরিমানা

মইনুল হক মৃধা || ২০২১-০৪-১৭ ১৫:১৪:০২

image

লকডাউনের চতুর্থ দিনেও প্রশাসনের কড়া নজরদারিতে পুরো গোয়ালন্দ উপজেলা। গত বুধবার প্রথম লকডাউনের শুরুর দিনেই পৌর শহরে বিভিন্ন পয়েন্ট ও উপজেলার বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা না মানায় বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
  তারই ধারাবহিকতায় উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম গতকাল শনিবার স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করা, দোকান খুলে রাখা এবং সরকার ঘোষিত লকডাউনের আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৮জনকে মোট ৫হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com