করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে চলমান সাধারণ ছুটি ও চলাচলে নিষেধাজ্ঞাকালীন সময়ে পাংশা উপজেলায় ব্যবসা বাণিজ্য, দোকান-পাট, শপিংমল-বিপণী বিতান সীমিত পরিসরে খোলা রাখা এবং করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে পাংশা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।
গতকাল ৭ই মে বেলা ১১টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ওসি আহসান উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডাঃ আনজুয়ারা খাতুন সুমি ও পাংশা বাজারের ব্যবসায়ীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জেলা প্রশাসক দিলসাদ বেগমের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির নির্দেশনা পড়ে শোনানোসহ তা মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com