বালিয়াকান্দিতে লকডাউনের ৫ম দিনে মোবাইল কোর্টে জরিমানা

তনু সিকদার সবুজ || ২০২১-০৪-১৮ ১৪:৪১:১৯

image

দ্বিতীয় ধাপে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। তারই প্রেক্ষিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে লকডাউনের ৫ম দিনে মোবাইল কোর্টে ১৬ জনকে ৩হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।

  গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানার নেতৃত্বে বালিয়াকান্দি বাজারে সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় এবং করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণা, নিত্য প্রয়োজনীয় দোকান বাদে অন্যান্য দোকান বন্ধসহ জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না আসা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সবাইকে হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতন ও সর্তক করেন। 

  অপরদিকে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস কুমার পাল বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২জনকে ১৭০০ টাকা জরিমানা করেন।

  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। দ্বিতীয় ধাপে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। তিনি সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানান।

  এ সময় বালিয়াকান্দি থানার পুলিশ সদস্য ও আনসার সদস্যরা মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com