রাজবাড়ী শহরে স্বাস্থ্যবিধি না মানায় ৫জনের জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৪-১৯ ১৪:৪১:১১

image

রাজবাড়ী শহরের কয়েকটি স্থানে স্বাস্থ্যবিধি না মানায় ৫জনকে ৬হাজার ৫শত টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। 

  গত ১৮ই এপ্রিল রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার। 

  এ সময় মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতা করেন রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ পুলিশের একটি টিম ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক প্রমুখ।

  নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার বলেন, রাজবাড়ীর নতুন বাজার, বড়পুল মোড়ে, শ্রীপুর বাস টার্মিনাল এলাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৪জন ব্যক্তিকে দন্ডবিধির ১৮৬০ এর ১৬৯ ধারায় ৫হাজার ৫শত টাকা এবং একজন মুদি ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫১ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আমরা জনগণকে সচেতনতা করে যাচ্ছি। মাস্ক বিতরণ করছি। 

  তিনি আরো বলেন জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। সরকারী নিদের্শনা মেনে চলুন,সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধ করুন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com