বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২১-০৪-২০ ১৪:৪৬:৫৮

image

করোনা ভাইরাস সংক্রমণ রোধে গতকাল মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট তাপস পাল। 

  অপর দিকে গত সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা স্বাস্থ্যবিধি না মানায় বালিয়াকান্দি, তেতুলিয়া ও বহরপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় ৭হাজার ৫শত টাকা জরিমানা করেন।

  ভ্রাম্যমান আদালত বালিয়াকান্দি, তেতুলিয়া ও বহরপুর বাজারে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনায় মোট ৮টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায়। বালিয়াকান্দি থানা পুলিশ এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com