দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ছোট গাড়ির দীর্ঘ লাইন॥গাদাগাদি করে নদী পার

মইনুল হক মৃধা || ২০২১-০৪-২১ ১৫:৪৭:৫০

image

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত ১৪ই এপ্রিল থেকে সারাদেশে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

  লকডাউনের মধ্যেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাধারণ যাত্রী ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ বাড়ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। স্বাভাবিক সময়ে এ নৌপথ দিয়ে গড়ে প্রতিদিন ৫/৭ হাজার যানবাহন ও হাজার হাজার যাত্রী পারাপার হয়ে থাকে।

  এরই ধারবাহিকতায় লকডাউনে ফেরীতে এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও জরুরী ভাবে কোন যানবাহন ব্যাতিত অন্য কোন যানবাহন ও যাত্রী পারাপার বন্ধের কঠোর নির্দেশনা থাকলেও দৌলতদিয়া দিয়ে পারাপার হচ্ছে ব্যক্তিগত অসংখ্য ছোট গাড়ি ও যাত্রী। এ সময় ফেরীতে সিরিয়াল না মেনে গাদাগাদি করে উঠতে ও নামতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীদের। নাই কোন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই।

  গতকাল ২১শে এপ্রিল দুপুর ১২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ৫নং ফেরী ঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরী ঘাট এলাকায় ব্যক্তিগত ছোট গাড়ির দীর্ঘসারি। ৩০ মিনিটের নৌপথ পারাপারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। পরিবহন বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দ্বিগুন ভাড়া দিয়ে মোটর সাইকেল, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাসে ঘাটে এসে ফেরী বা ট্রলার করে নদী পার হচ্ছেন। অন্য দিকে ফেরী পারাপারের জন্য ২৫ টাকার টিকেট ৩০ টাকা নিচ্ছে কর্তৃপক্ষ। অনেকেই ফেরীর নাগাল না পেয়ে ট্রলারে ৫০ টাকা দিয়ে নদী পার হতে দেখা গেছে। প্রচন্ড রোদ আর তাপদাহে অনেকেই হাঁপিয়ে ওঠেছেন।

  সুমন আহম্মেদ নামে এক প্রাইভেটকার চালক বলেন, মালিকের ফ্যামিলি নিয়ে যশোর থেকে সকাল সাড়ে ৭টায় রওনা দিয়ে সাড়ে ৯টায় ঘাটে এসে বসে আছি। ভেবেছিলাম পরিবহন বন্ধ থাকায় ঘাট পারাপারে তেমন সময় লাগবে না। বেলা সাড়ে ৯টায় ঘাটে এসে দেখি ছোট গাড়ির দীর্ঘ লাইন।। ৩ঘন্টা অপেক্ষা করার পর ফেরীতে উঠার সিরিয়াল পেয়েছি।

  অন্যদিকে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি নিশ্চিত ও লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

  এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার মহাব্যবস্থাপক ফিরোজ শেখ জানান, সীমিত সংখ্যক ফেরী দিয়ে জরুরী সেবার এ্যাম্বুলেন্স ও পাশ নিয়ে আসা ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। পাশাপাশি অন্য ব্যক্তিগত গাড়ি এসে পারের জন্য সিরিয়ালে অপেক্ষা করছে। এসব পারাপার নিয়ন্ত্রণে লোকবল প্রয়োজন, কিন্তু তাদের লোকবল কম। ফেরীর ছাড়ার সময় যাত্রীরাও উঠে যাচ্ছে। তখন কিভাবে কি করা যায়। এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা প্রয়োজন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com