বালিয়াকান্দির সোনাপুর বাজারে পেঁয়াজের আড়তে ওজনের বেশি পেঁয়াজ নেয়ায় ৪জন আড়তদারের জরিমানা

তনু সিকদার সবুজ || ২০২১-০৪-২২ ১৪:৪০:২৪

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে পেঁয়াজের আড়তে মণ প্রতি ৪-৫ কেজি পেঁয়াজ বেশি নেওয়ায় মোবাইল কোর্টে ৪জন পিঁয়াজ আড়তদারকে জরিমানা করা হয়েছে।

  গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনাপুর সাপ্তাহিক হাটে মণ প্রতি ৪-৫ কেজি পেঁয়াজ কৃষকদের কাছ বেশী নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট আইনে মোবাইল কোর্টে আড়তদার সোনাপুর বাজারে শহিদুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, দ্বীন মোহাম্মদ পাটোয়ারী ও মিজানুর রহমানকে ২২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা।

  এছাড়াও বালিয়াকান্দি বাজারে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে ৭জনকে ২১০০ টাকা জরিমানা করা হয়। 

  এ সময় স্থানীয় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয় ও সবাইকে করোনাকালীন সময়ে সচেতন করার লক্ষ্যে হ্যান্ডমাইকে বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। 

  মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যরা।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com