দৌলতদিয়া ফেরী ঘাটে পল্টুনের লস্করকে মারধর করায় দালালদের বিরুদ্ধে মামলা

মইনুল হক মৃধা || ২০২১-০৪-২৩ ১৪:৫৭:২৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বিনা টিকিটে জোর পূর্বক পণ্যবাহী ট্রাক ফেরীতে তোলার চেষ্টাকালে বাঁধা দেওয়ায় পল্টুনের লস্কর মোহসিন মোল্লা (২৯)কে মারধরের ঘটনায় গতকাল ২৩শে এপ্রিল ট্রাকের দালাল মোঃ বিপ্লবসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে।

  পল্টুনের লস্কর মোহসিন মোল্লার মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন গত ২২শে এপ্রিল তিনি দৌলতদিয়ার ৩নং ঘাটে টিকিট চেকারের কাজে নিয়োজিত ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ওই ঘাটের এ্যাপ্রোচ সড়কের কাঁচা রাস্তা দিয়ে একটি পণ্যবাহী ট্রাক ফেরীতে ওঠার চেষ্টা করে। এ সময় ওই ট্রাকটিতে ফেরী পারাপারের টিকিট ছিল না। লস্কর টিকিট কাটতে বললে কয়েকজন দালালের সঙ্গে তাঁর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দালালরা টিকিট ছাড়াই জোরপূর্বক ট্রাকটি ফেরীতে তোলার চেষ্টা করলে মোহসিন মোল্লা বাঁধা দেন। এতে ট্রাকের দালাল বিপ্লবের নেতৃত্বে সংঘবদ্ধ ৩/৪ জন তাঁকে কিল-ঘুষি মারতে শুরু করে। এ সময়  লোকজন এগিয়ে এলে দালালরা তাকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

  এ ঘটনার পর ঘাট পন্টুনের ইনচার্জ মোখলেছুর রহমান স্থানীয় লোকজনের সহযোগিতায় মোহসিন মোল্লাকে  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। 

  এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, লকডাউন চলাকালীন গত কয়েকদিন দিনের বেলায় পণ্যবাহী যানবাহন  পারাপার বন্ধ রাখা হচ্ছে। এ কারণে রাত হলেই পণ্যবাহী গাড়ি পার করতে বেপরোয়া হয়ে উঠে দালাল চক্র। এই চক্রের কাজে বাঁধা দেয়ায় তারা কর্তব্যরত লস্করকে  মারধর করে।

  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সরকারী কাজে বাঁধা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত দালাল চক্রকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com