ভারতে করোনায় নতুন করে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন আক্রান্ত॥মৃত্যু-২২৬৩

আন্তর্জাতিক ডেস্ক || ২০২১-০৪-২৩ ১৪:৫৭:৫৮

image

ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং ২ হাজার ২৬৩ জন প্রাণ হারিয়েছে।

  এক দিনের হিসাবে দেশটিতে এটি নতুন রেকর্ড। এনিয়ে ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জনে দাঁড়ালো।   এদিকে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ২৪ লাখ ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

  স্থানীয় সময় সকাল ৮টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে মোট ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। 

  এদিকে একই সময়ে ভারতে নতুন করে আরো ২ হাজার ২৬৩ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৬ হাজার ৯২০ জনে দাঁড়ালো।

  দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে দেখা যাচ্ছে। এর ফলে বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে মোট ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১৪.৯৩ শতাংশ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে বর্তমানে ৮৩.৯২ শতাংশে দাঁড়িয়েছে।

  সর্বশেষ উপাত্ত অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ১ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ১৫৯ জন আরোগ্য লাভ করেছে। ভারতে বর্তমানে কোভিড-১৯ রোগে মৃত্যু হার ১.১৫ শতাংশ।

  মুম্বাইয়ে হাসপাতালে অগ্নিকান্ডে ১৩ কোভিড রোগির মৃত্যু ঃ ভারতের মুম্বাইয়ের উপকণ্ঠে একটি হাসপাতালে গতকাল শুক্রবার ভোর রাতের আগে অগ্নিকান্ডে করোনাভাইরাসে আক্রান্ত ১৩জন রোগীর মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

  দমকল বিভাগের কর্মকর্তা মোরিসন খাভারি বলেন, ‘বিজয় বল্লভ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের(আইসিইউ) বাইরে আগুন ছড়িয়ে পড়ার সময় সেখানে ১৭ রোগী ছিলেন। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু ঘটেছে এবং ৪জনকে অন্য স্থানে সরিয়ে নেয়া হয়েছে।’

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com