স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে রাজবাড়ীতে ৪জনের জরিমানা

চঞ্চল সরদার || ২০২১-০৪-২৪ ১৪:৫৭:০১

image

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্নস্থানে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় ৪জনকে ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে ১হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ২৪শে এপ্রিল বিকালে রাজবাড়ী শহরের মুরগী ফার্ম, সদর উপজেলার মাটিপাড়া ও বানীবহ বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ হাবিব।  

  নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি না মানায় ৪জন ব্যক্তিকে ৪মামলায় ১ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। 

  এছাড়া এ সময় জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রেিরাধে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com