রাজবাড়ীতে করোনা টিকার ১ম ডোজ বন্ধ॥দ্বিতীয় ডোজ নিয়েছে ৬৯৫জন

চঞ্চল সরদার || ২০২১-০৪-২৬ ১৪:৪৮:২৯

image

রাজবাড়ীতে সরকারী নির্দেশনায় করোনা টিকার প্রথম ডোজ দেওয়া আপাতত বন্ধ করা রয়েছে। 

  গতকাল ২৬শে এপ্রিল হাসপাতালগুলোতে গিয়ে দেখা যায়, করোনা টিকার ১ম ডোজ নিতে আসা অনেক মানুষ টিকা না নিয়েই ফিরে যাচ্ছে। ১ম ডোজ দেওয়া বন্ধ থাকলেও গতকাল সোমবার করোনা টিকার দ্বিতীয় ডোজ ৬৯৫ জনকে দেওয়া হয়েছে। 

  গতকাল ২৬শে এপ্রিল রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চত করেছে।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ীতে আপাতত করোনা টিকার ১ম ডোজ দেওয়া বন্ধ আছে। কিন্তু করোনা টিকার দ্বিতীয় ডোজ আজকে ৬৯৫ জনের দেওয়া হয়েছে। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৪৯ জন , পাংশায় ১১৬ জন, কালুখালীতে ১৫০ জন, বালিয়াকান্দির ১৩০ জন ও গোয়ালন্দের ৫০ জনকে। 

  উল্লেখ্য, রাজবাড়ীতে করোনার টিকা শুরু পর থেকে এ পর্যন্ত ১ম ডোজ দেওয়া হয়েছে ৩৪ হাজার ৩শত ৩৩ জনকে। আর গত ৮ই এপ্রিল থেকে এ পর্যন্ত করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৬ হাজার ৪শত ৩৯ জনকে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com