বালিয়াকান্দিতে ৪শত দরিদ্র-অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২০-০৫-০৭ ১৬:০০:৫৪

image

করোনা ভাইরাস সংকটের কারণে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৪শত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  গতকাল ৭ই মে সকালে ‘জামান ট্রাস্টি, নারী অধিকার সংস্থা’ এই ত্রাণ সামগ্রী বিতরণ করে। বালিয়াকান্দি সদরের গ্রামীণ টাওয়ার সংলগ্ন জামান ম্যানসনস্থ সংস্থার কার্যালয় প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণকালে সংস্থার চেয়ারম্যান এম.এ আকতারুজ্জামান, কার্যনির্বাহী সভাপতি রূপালী বেগম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খোন্দকার মশিউল আজম চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, সয়াবিন তেল, ১ কেজি লবণ ও ১টি ডেটল সাবান। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com