রাজবাড়ী শহরের লক্ষীকোলে করোনায় আক্রান্ত অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী নূরুর মৃত্যু

মোহাম্মদ গোলাম আলী || ২০২১-০৪-২৯ ১৫:০৭:৫১

image

রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক রেলওয়ের লোকোমোটিভ মাস্টার মোঃ নূরুল ইসলাম নূরু(৭৭) এর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী শহরের লক্ষীকোল এলাকায় বাসিন্দা। 

  জানা গেছে, গত ১১ই এপ্রিল মোঃ নূরুল ইসলাম নূরু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়। হাসপাতালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবার সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮শে এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ৩ মেয়েসহ গুণীগ্রাহী রেখে গেছেন।

  তার পরিবারের সদস্যরা জানান, ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। ওইদিন বিকাল সাড়ে ৫টায় বাড়ির পাশে মাঠে জানাযা শেষে তাকে লক্ষীকোল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

  উল্লেখ্য, নূরুল ইসলাম নূরু রেলওয়েতে লোকোমোটিভ মাস্টার পদে চাকুরী করার সুবাদে ৩৫টি বছর উত্তরবঙ্গ পার্বতীপুর এলাকায় ছিলেন। অবসরের পরে তিনি রাজবাড়ীর লক্ষীকোলে নিজ বাড়িতে চলে আসেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com