নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গত ১লা মে সকালে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে কোরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু।
জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান মোল্লা সান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম তুহিন, রাজবাড়ী পৌরসভার কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক আব্দুল খালেক নাদু, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আলহাজ সরদার, সাংগঠনিক সম্পাদক রহমান মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ কামাল শেখ, ধর্মীয় সম্পাদক শামীম মোল্লা, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইসমাঈল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লালন শেখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌরসভা মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, মহান মে দিবসে আমেরিকার শিকাকো শহরের শ্রমিকদের আত্মত্যাগের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। সেদিনের শ্রমিকদের আত্মত্যাগের কারণেই আজ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল শ্রেণীর শ্রমিকদের আমি শ্রদ্ধা করি, ভালবাসি। শ্রমিকদের যে কোন অধিকার আদায় সংগ্রামে আমি সহযোগিতা করবো।
এ সময় সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান মোল্লা সান্টু একজন নির্মাণ শ্রমিকের দৈনিক মজুরী ৬০০ টাকা ও সহকারী শ্রমিকের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করেন।
এছাড়াও সভায় পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতুকে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com