পাংশার ২টি ইউপিতে ৯ শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২১-০৫-০৩ ১৪:১০:৪৪

image

করোনা পরিস্থিতিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া ৯ শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

  গতকাল ৩রা মে বেলা সাড়ে ১১টার দিকে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবার, অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে এ উপহার সামগ্রী পৌঁছে দেন পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী।  

  এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম ও বাহাদূরপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিলসহ অন্যান্যরা। 

  এ সময় অতিথি ও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পাওয়া জনগণ অসহায় মানুষ এই মহামারির মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com