রাজবাড়ীতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় মোবাইল কোর্টে ৩জন দোকানীর জরিমানা

চঞ্চল সরদার || ২০২১-০৫-০৫ ১৪:১৯:৫৭

image

রাজবাড়ীতে অতিরিক্ত দামে জ্বালানী গ্যাসের সিলিন্ডার বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ৫ই মে দুপুরের দিকে রাজবাড়ী শহরের গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলোকে অভিযান চালানো হয়। এ সময় সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। 

  এ সময় তাকে অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রমানিকসহ জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।

  এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, রাজবাড়ী শহরে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে অভিযান চালানো হয়। এ সময় সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৪হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও স্বাস্থ্যবিধি না মানায় অন্য ১টি প্রতিষ্ঠানকে ১শত টাকা জরিমানা করা হয়।

  তিনি আরো বলেন, অভিযানকালে শহরের ফলের দোকানেগুলোতে অধিক মুনাফা না করে তরমুজের পাইকারী ও খুচরা বিক্রিকারীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নিদের্শনা দেওয়া হয়।  

  এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে সচেতনতা করে করে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com