ভিজিএফ-এর আওতায় রাজবাড়ী সদর উপজেলার ২৩ হাজার ৪২৯ জন দরিদ্র মানুষ পাচ্ছে নগদ অর্থ

স্টাফ রিপোর্টার || ২০২১-০৫-০৯ ১৪:৪৩:৪১

image

চলতি ২০২০-২০২১ অর্থ বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ-এর আওতায় রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ২৩ হাজার ৪২৯ জন অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার নগদ ৪৫০ টাকা করে দেওয়া হচ্ছে। 

  এরই ধারাবাহিকতায় গতকাল ৯ই এপ্রিল বেলা ১১টার দিকে এই প্রথম দাদশী ইউনিয়ন পরিষদে সদর উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ১হাজার ৬৯৭ জনকে নগদ ৪৫০ টাকা করে মোট ৭ লক্ষ ৬৩ হাজার ৬৫০ টাকা প্রদান করা হয়।

  এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, দাদশী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মোঃ লোকমান হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা কানিজ মওলা উপস্থিত ছিলেন।

  আজ সোমবার ১০ই মে বেলা ১১টা থেকে মিজানপুর, বরাট ও খানখানাপুর ইউনিয়নে নগদ অর্থ বিতরণ করা হবে।

  উল্লেখ্য, ঈদের আগেই পর্যায়ক্রমে ১৪টি ইউনিয়নের অসহায় ২৩ হাজার ৪২৯ জনকে নগদ ৪৫০ টাকা করে মোট ১ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ৫০ টাকা প্রদান করা হবে।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com