রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় গতকাল ৯ই মে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা ও সাংবাদিক মোঃ ফজলুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় মায়েদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com