রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৩সদস্য গ্রেপ্তার

চঞ্চল সরদার || ২০২১-০৫-০৯ ১৪:৫০:৫৫

image

রাজবাড়ী থানা পুলিশ গত ৮ই মে রাতে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের ৩জন সদস্যকে ৪টি চোরাই ডিসকভার মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃতরা হলো ঃ ফরিদপুর জেলার নগরকান্দা থানার মানিকদি গ্রামের দুলাল শেখের ছেলে আজিজুল শেখ(৩২), নগরকান্দা থানার ছাগলদি(শ্বশুড় বাড়ি) রিপন মাতব্বরের ছেলে রাশেল ওরফে মনির মতব্বর(৩৫), কোতয়ালী থানার দক্ষিণ চর মাধবদিয়া গ্রামের মৃত চাঁন মিয়া ফকিরের ছেলে বাদশা ফকির(৪০) ।

  রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সূত্র জানায়, গত ৮ই মে রাতে রাজবাড়ী থানার এস.আই হিরণ কুমার বিশ্বাস, এস.আই আবু জাহেদ শেখ, এস.আই আবুল হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদপুর কোতয়ালী ও নগরকান্দা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেশাগত মোটর সাইকেল চোর চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করে। এ সময় এই চোর চক্রের কাছে থাকা ৪টি চোরাই ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মোটর সাইকেল চুরি, ডাকাতি ও অন্যান্য মামলা রয়েছে বলেও তিনি জানান। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com