রাজবাড়ী সদরে গৃহহীন পরিবারের জন্য দ্বিতীয় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শনে ইউএনও

স্টাফ রিপোর্টার || ২০২১-০৫-১০ ১৪:৩০:২০

image

রাজবাড়ী সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন ইউনিয়নে ৩২০টি ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। 

  গতকাল ১০ই এপ্রিল সকালে পাঁচুরিয়া, দাদশী, চন্দনী ও খানগঞ্জ ইউনিয়নে নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাইমি মোঃ সায়েফ। 

  এ সময় তার সাথে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শাখার রাজবাড়ী সদর উপজেলা শাখার উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিকসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

  পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ফাইমি মোঃ সায়েফ ঘরগুলোর নির্মাণ কাজ ঘুরে দেখেন। কোন স্থানে ঘর তৈরিতে কোন অনিয়ম হচ্ছে না কি সেটাও প্রত্যক্ষ করেন এবং নকশা অনুযারী ঘরগুলো তৈরি করতে দিক নির্দেশনা দেন।  

  উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দ্বিতীয় পর্যায়ে ৩২০টি ঘর তৈরি কাজ চলছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com