রাজবাড়ী সদরের আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ১৩০ টি পবিারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চঞ্চল সরদার || ২০২১-০৫-১৩ ১৬:১৭:১২

image

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ১৩০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

  গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা প্রশাসন ও ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে আলাদীপুর ও কল্যাণপুরের আশ্রয়ন প্রকল্পে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফাইমি মোঃ সায়েফ, সদর উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হাসান এবং সদর উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কার্যসহকারী মুকুল হোসেনসহ ইউপি সদস্যরা। এ সময় ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলার চাউল, সেমাই, চিনি ও দুধ। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com