করোনার ফরিয়াদ

ডাঃ সুনীল কুমার বিশ্বাস || ২০২০-০৬-০৭ ১৫:১৮:২৮

image

জন্ম আমার চীন দেশের উহান প্রদেশে
তারপর আমি ছড়িয়ে পড়ি বিশ্বের দেশে দেশে।
ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীব আমি যায় না চোখে দেখা
আপনানন্দে ছুটে বেড়াই মেলে দিয়ে মোর পাখা।
তোমরাই আমার নামটি দিয়েছো কোভিড নাইনটিন,
নামটি কিন্তু খানদানি হয়েছে জানাই অভিবাদন।
একশো বছর পরপর আসি, হয়ে মহামারী
ধ্বংস করি কত জনপদ, নগর সভ্যতা, দেখাই বাহাদুরী।
কেন আসি আমি বলছি তা, তবে মনোযোগ দিয়ে শোন
তোমরা কিন্তু ভালো নয় মানুষ, এ কথাটি জানো।
মানুষ মারার কত অস্ত্র বানিয়েছ তোমরা একবার দেখ ভেবে
 সেসব অস্ত্র প্রয়োগ করলে দুনিয়া ধ্বংস হবে।
মনে নেই সেদিন হিরোশিমা নাগাসিকার কি করেছিলে দশা?
এরপরেও বানিয়ে চলেছ মারনাস্ত্র, কী তোমাদের আশা?
দুনিয়া জুড়ে করছো হানাহানী করছো মানুষের শোষণ।
হিংসা বিদ্বেষ ভুলে যাও মানুষ, সব কিছু করো মোচন।
এখনো আমেরিকায় বর্ণবাদীরা কৃষাঙ্গদের ধরে মারো
একবিংশ শতাব্দীতেও কী করে তা পারো ?
মধ্যপ্রাচ্য আফগানিস্তান, সিরিয়া,
মায়ানমারে হচ্ছেটা কী বলো?
এসবই তো তোমরা করছো, করোনার কী দোষ হলো?
মানুষে মানুষে হিংসা বিদ্বেষ, 
শোষণ বঞ্চনা, কেন হয় মহাশয়?
এসবের অবসান হলে থাকবে না কোন ভয়।
গাছপালা কেটে উজাড় করেছ, বনভূমি করেছ সাবাড়
নদী খাল বিল ভরাট করেছ, ধ্বংস করেছ পাহাড়।
ভূমি দস্যুরা ভূমি দখল করে ভাড়াটে গুন্ডা দিয়া
রহিল না আর খেলার মাঠটিও সবই গেল নিয়া।
স্কুলে যাওয়া আসার পথে কিশোরী বালিকা হয় ধর্ষণের শিকার,
বাড়ী হতে কত কূল বধূরে ধরে নিয়ে, চালাও অত্যাচার
বিচার না পেয়ে তারা, আত্মাভিমানে করছে আত্মহত্যা। 
জীবনের দাম কী তবে আজ এতই সস্তা? 
হে সভ্য সমাজ শুনিতে কী পাও না তাদের সকরুণ চিৎকার?
অনেকদিন ধরেই হচ্ছে এসব করনি তার প্রতিকার
অসহায় সমাজ বিচার চাই বলে করছে আর্তনাদ
বিচার চেয়ে আমিও আজ জানাই ফরিয়াদ।
(কবি পরিচিতি ঃ রাজবাড়ীর বিশিষ্ট একজন চিকিৎসক এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সভাপতি)

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com