রাজবাড়ীতে ১দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লাবণী আক্তার || ২০২১-০৫-১৭ ১৪:৫৮:২৮

image

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ১৭ই মে সকালে রাজবাড়ী হর্টিকালচারাল সেন্টার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হর্টিকালচারাল সেন্টারে বসত বাড়িতে ফল উৎপাদন প্রযুক্তি’র উপর অর্ধশতাধিক কৃষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বক্তব্য রাখেন।

  এছাড়াও রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ হারুন আর রশিদ, জেলা কৃষি সম্পাসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোফাকখারুল ইসলাম ও হর্টিকালচারাল সেন্টারের উপ-সহকারী উদ্যায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

  রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু বলেন, আমাদের বাড়ির আশপাশে পরিত্যক্ত স্থানে আমরা ফলমূলের গাছ লাগাবো। এতে করে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে। আমাদের দেশে কৃষি কাজের সাথে জড়িত বেশির ভাগ লোক। তাই  আমরা কৃষি কাজকে অবহেলা করবো না। কৃষি কাজ আমরা সম্মানের সাথে করবো। 

  আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে নারকেল গাছ, আম গাছসহ অন্যান্য ফলের গাছ বিতরণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com