রাজবাড়ীতে পানির ট্যাংকিতে উঠে আত্মহত্যা চেষ্টাকারী কলেজ ছাত্রীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার || ২০২১-০৫-২০ ১৪:৩৮:৪৫

image

 রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৬০ ফুট উচ্চতার পানির ট্যাংকিতে উঠে মানসিক ভারসাম্যহীন এক কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল ২০শে মে বিকাল সোয়া ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। 

  স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯-এ কল দিলে রাজবাড়ীর ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টার পর তাকে রশি দিয়ে বেধে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।

  জানা যায়, ওই কলেজ ছাত্রীর বাড়ি রাজবাড়ী শহরের বড়পুল এলাকাতে। সে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। এছাড়াও তিনি মানসিক রোগে ভুগছেন। 

  ঘটনার প্রত্যক্ষদর্শী আবিদ হোসেন রাতুল বলেন, আমরা এখান দিয়ে যাওয়ার সময় দেখি এখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছে। পরে এখানে এসে দেখি একটি মেয়ে পানির ট্যাংকির উপরে উঠে আত্মহত্যার চেষ্টা করছে। পরে আমি বলছি তুমি থাকো আমি তোমার সাথে এক মিনিট কথা বলবো। পরে সেখানে উঠে মেয়েটির হাত কৌশলে ধরে সেখানে বসে থাকি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে। 

  রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, পুলিশের মাধ্যমে আমরা খবর পাই। রেলস্টেশন এলাকায় একটি মেয়ে পানির ট্যাংকিতে উঠেছে। সেখানে তিনি অস্বাভাবিক অবস্থায় আছে। সেখান থেকে নামতে পারছে না। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই সেখান মেয়েটিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। মেয়েটি সুস্থ্য আছে। 

  রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মেয়েটি মানসিক রোগী। এরআগেও সে অনেক বার আত্মহত্যার চেষ্টা করেছে। এই বিষয়ে পরিবারে লোকজন তার চিকিৎসাও করছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com