বালিয়াকান্দির নারুয়ায় আশ্রয়ন প্রকল্পে আদিবাসী বিধবা নারীর পাকা ঘর নির্মাণ কাজ উদ্বোধন

নারুয়া প্রতিনিধি || ২০২১-০৫-২১ ১৫:৩১:১০

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা আদিবাসী পাড়ার বিধবা অসহায় ছবি রানী প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের পাকা ঘর পেয়েছে। 

  গতকাল শুক্রবার সকালে ইউনিয়নের ঘিকমলা গ্রামের আদিবাসী পাড়ায় ঘরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। 

  এ সময় উপস্থিত ছিলেন নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর সালাম, বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) নাসরিন আক্তার, নারুয়া ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র গোস্বামী ও গ্রাম পুলিশ প্রেম কুমার প্রমুখ। 

  উল্লেখ্য, বিধবা ছবি রানীর কোন সন্তান নাই। তিনি এক ঝুপড়ি ঘরের অতিকষ্টে জীবন যাপন করে আসছিলো। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com