ফরিদপুরের ভাঙ্গা থেকে বিকাশ প্রতারক চক্রের ১১ জন গ্রেপ্তার

মাহবুব হোসেন পিয়াল || ২০২১-০৫-২৩ ১৪:২৮:১৮

image

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের পল্লীবেড়া গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের ১১জন সদস্যকে গ্রেফতার করছে ভাংগা থানা পুলিশ।
  এ সময় আটককৃতদের কাছ থেকে ৩২টি মোবাইল সেট ও ৫৮টি বিভিন্ন কোম্পানীর সিম উদ্ধার করা হয়।
  গতকাল রবিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামাল পাশা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ও ডিবি’র ওসি সুনীল কুমার কর্মকারসহ অন্যান্য কর্মকর্তাগণ।
  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার দায়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভাঙ্গা থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com