দৌলতদিয়ায় ডিবি’র অভিযানে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২১-০৫-২৩ ১৪:৪২:৫২

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে গত শনিবার সন্ধ্যায় ১ কেজি গাঁজাসহ বিক্রেতা মোঃ রাজিব বেপারী (২৫)কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। এ সময় আরেক মাদক ব্যবসায়ী মোঃ দুলাল (৪১) কৌশলে পালিয়ে যায়।

  গ্রেফতারকৃত আসামী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বার পাড়ার মোঃ আলতাফ বেপারীর ছেলে। পলাতক আসামী একই ইউনিয়নের ছাত্তার মেম্বার পাড়া বাইপাস সড়ক এলাকার মৃত ইরফানের ছেলে মোঃ দুলাল।

  জেলা ডিবির ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়ক সংলগ্ন বাহিরচর ছাত্তার মেম্বার পাড়া এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ দুলালের বসত বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ রাজিব বেপারীকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামী দুলালের বিরুদ্ধে এ মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌস আহমেদ বাদী হয়ে গত শনিবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করা করেছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com