গোয়ালন্দে হাতেনাতে আটক দুই কলা চোর এখন শ্রীঘরে

মইনুল হক মৃধা || ২০২১-০৫-২৪ ১৫:০৬:৫২

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়া এলাকায় গত শনিবার রাতে দুই কলা চোরকে এলাকাবাসী আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
  কলা বাগানের মালিক জহির রায়হানসহ এলাকাবাসীর সহায়তায় গত শনিবার আনুমানক রাত ১১ টার দিকে ৮ ছড়ি কলাসহ ২জন চোরকে হাতেনাতে ধরেন।
  ধৃতরা আসামীরা হলো ঃ পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়া গ্রামের মোঃ জলিল সেখের ছেলে মোঃ ফিরোজ সেখ (২৪) ও একই গ্রামের মোঃ ইসলাম ফকিরের ছেলে মোঃ আরিফ সেখ(২০)।
  কলা বাগানের মালিক উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গা গ্রামের আঃ মোতালেবের ছেলে মোঃ জহির রায়হান(৩৫)। 
  তিনি রমজান মাতুব্বর পাড়া এলাকায় জমি লিজ নিয়ে ৮বিঘা কলার বাগান আবাদ করেছেন। প্রায়ই রাতের আঁধারে কলার বাগান থেকে কলা চুরি হয়। জমির মালিকসহ আমি এলাকাবাসীর সহযোগিতায় গত শনিবারে মধ্যরাতে তাদের কলাসহ হাতে নাতে ধরি। 
  গোয়ালন্দ ঘাট থানার এসআই মামুন মিয়া জানান, ধৃত কলা ২জন চোরকে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠানো হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com