ফরিদপুরে বিপুল পরিমান সিম কার্ডসহ বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২১-০৫-২৭ ১৪:৩৪:৪৬

image

র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল গতকাল ২৭শে মে ভোরে ফরিদপুর জেলার ভাংগা থানার মিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা, বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৫টি মোবাইল ফোন, ৮৮টি সিম কার্ড, ১টি ডিভাইস এবং ১হাজার টাকাসহ বিকাশ প্রতারক চক্রের সক্রিয় ৩জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

  গ্রেফতারকৃতরা হলো ঃ ফরিদপুর জেলার ভাংগা থানার মিয়া পাড়া গ্রামের নুরুল হাওলাদারের ছেলে বাদল হাওলাদার(৩১), আবু জাফর ফকিরের ছেলে জাকির হোসেন(৩২), পুকুর পাড় গ্রামের মৃত চাঁন মিয়া হাওলাদারের ছেলে জামাল হাওলাদার(৩২)।

  র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  ফরিদপুর জেলার ভাংগা থানার মিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা, বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৫টি মোবাইল ফোন, ৮৮ টি সিম কার্ড, ১টি ডিভাইস এবং ১হাজার টাকাসহ বিকাশ প্রতারক চক্রের সক্রিয় ৩সদস্যকে গ্রেপ্তার করা হয়।

  পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের ভাংগা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com