রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে গতকাল ২৭শে মে বিকেল ৩টার দিকে বিষধর গোখরা সাপের কামড়ে লিয়াকত আলী মন্ডল ওরফে রিকাত আলী (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মৃত রিকাত আলী বড় ভবানীপুর গ্রামের মৃত ইশারত আলী মন্ডলের ছেলে।
নিহতের প্রতিবেশী আব্দুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে রিকাত আলী বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যান। এ সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ওঝা রিকাত আলীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দ্রুত তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক রিকাত আলীকে মৃত ঘোষণা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com