করোনা ভাইরাস ও আম্পান পরবর্তী পরিস্থিতিতে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাস।
জনসাধারণকে সুরক্ষা দিতে প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন। বৃহত্তর যশোর অঞ্চলের প্রান্তিক জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ধৈর্য্য, সহনশীলতা ও সৎ সাহসের পরিচয় দিয়ে শুরু থেকেই তাদের পাশের যশোর সেনা সদস্যরা। মানবিক মূল্যবোধে উদ্দীপ্ত হয়ে মানুষের বাড়ী বাড়ী গিয়ে কাঁধে করে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তারা। এ জন্য কখনও কখনও তাদেরকে পাড়ী দিতে হচ্ছে দুর্গম এলাকা। এছাড়াও মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে খাদ্য, চিকিৎসা, বাসস্থান মেরামত ও কৃষি সহায়তা প্রদানের পাশাপাশি সামাজিক দূরত্ব, বাজার মনিটারিং, গণপরিবহন চলাচল তদারকিতে চেকপোস্ট স্থাপনসহ বিভিন্ন জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ দ্রুত মেরামতের চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি শুকনা খাদ্য সামগ্রী, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফ্রি চিকিৎসা প্রদান এবং ঘরবাড়ী মেরামতের কাজও চলমান রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com