জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দৌলতদিয়া ফেরী ঘাটে রাজবাড়ী জেলা প্রশাসকের ফুলেল অভ্যর্থনা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৫-২৭ ১৫:৫৩:৫৪

image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গোপালগঞ্জ ও বাগেরহাটের জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়ক পথে গতকাল ২৭শে মে রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরী ঘাটে এসে পৌছালে জেলা প্রশাসক দিলসাদ বেগম তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ও আইসিটি) মোঃ মাহবুর রহমান শেখ ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ৩দিনের সফরে বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায় সরকারী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন এবং ২৯শে মে সকাল সাড়ে ১০টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com