পাংশা উপজেলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার || ২০২১-০৫-২৮ ১৪:১০:৩৬

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ২৮শে মে বিকেলে সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোন্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এ সময় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরজু উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com