পাংশায় কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ড্রাম বিতরণ অনুষ্ঠান

মোক্তার হোসেন || ২০২০-০৬-০৮ ১৫:১১:৫৩

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে করোনাকালেও সচল রয়েছে কৃষি দপ্তর। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিনই পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। 
  গতকাল সোমবার ৮ জুন এনএটিপির সিআইজি কৃষক প্রশিক্ষণ, বীজ সংরক্ষণে ড্রাম বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
  জানা যায়, গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের হলরুমে এনএটিপি প্রকল্পের সিআইজি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে আউশ প্রদর্শনীর ১৩ জন কৃষকের মাঝে বীজ সংরক্ষণের জন্য বিনা মূল্যে ড্রাম বিতরণ এবং হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
  পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভাঙ্গার আঞ্চলিক কর্মকর্তা এখলাসুর রহমান, পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করিম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম মিয়া ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ বিষয়ে আলোচনা করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com