জাতীয় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীতে অবহিতকরণ সভা

চঞ্চল সরদার || ২০২১-০৬-০১ ১৪:৪৩:১৫

image

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা গতকাল ১লা জুন সিভিল সার্জন অফিসের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

  সভায় রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, বিশেষ অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম এবং সহকারী পুলিশ সুপার এ কে এম আসিফ দৌলা বক্তব্য রাখেন।

  এ সময় বক্তারা ৬-৫৯ মাস বয়সী সকল শিশুর ভিটামিন-এ এর অভাব জনিত সমস্যা প্রতিরোধে ভিটামিন এ প্লাস খাওয়ানো কতটা জরুরী সেটা আলোচনা করা হয়। 

  এছাড়াও জেলা ও উপজেলাগুলোতে ক্যাম্পেইন চলাকালীন গৃহীত পদক্ষেপ সর্ম্পকে সকলকে অবহিত করা হয়।

  উল্লেখ্য, রাজবাড়ী জেলায় আগামী ৫ই জুন থেকে ১৯শে জুন পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com