বালিয়াকান্দি উপজেলায় ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী

তনু সিকদার সবুজ || ২০২১-০৬-০২ ১৪:৪৭:৪১

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা শিশু ও নারী উন্নয়ন কমিটির বাস্তবায়নে এবং এউপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহায়তায় ১২দিন ব্যাপী এই ব্লক বাটিকের উপর প্রশিক্ষণ শেষে এই সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

  উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন ও জাইকা’র প্রতিনিধি নাজি-উর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

  সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৫জন  প্রশিক্ষনার্থীর মধ্যে ৩হাজার টাকা সম্মানী ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com