ভুয়া প্যাথলজি রিপোর্ট তৈরি করায় গোয়ালন্দ মোড়ের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৬-০২ ১৪:৫০:২৮

image

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ভুয়া প্যাথলজি রিপোর্ট তৈরি করার দায়ে প্রাইম ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা ভ্রাম্যমান আদালত। গতকাল ২রা জুন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনাকালে ভুয়া প্যাথলজি রিপোর্ট তৈরির দায়ে উক্ত জরিমানা করেন। অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নুজহাত সুলতানাসহ সংশ্লিষ্ট অন্যান্যরা সহযোগিতা করেন।     

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com