রাজবাড়ী সদর ও গোয়ালন্দের উন্নয়নে কাজ করে যাচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৬-০৪ ১৪:২৮:৪১

image

জাতীয় সংসদের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী রুমা’র অনুকূলে চলতি ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচী ২য় পর্যায়ের টি.আর/কাবিটা প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ৩৪ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ উপজেলার ৩১টি জনগুরুত্বপূর্ণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ চলছে।    

  জানা গেছে, ১লক্ষ টাকা ব্যয়ে রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণ সংস্থা, ১লক্ষ টাকা ব্যয়ে ভবানীপুর জামে মসজিদের উন্নয়ন, ১লক্ষ টাকা ব্যয়ে রাজবাড়ী ৭১ সংগঠন কম্পিউটার ও ইলেকট্রনিক্স ক্রয়, ৫০ হাজার টাকা ব্যয়ে ভবানীপুর কবরস্থান জামে মসজিদের, ১লক্ষ টাকা ব্যয়ে রাধা গোবিন্দ নাট মন্দির গঙ্গাপ্রসাদপুর, ৬০ হাজার টাকা ব্যয়ে খারগোনা জামে মসজিদ, ৪৫ হাজার টাকা ব্যয়ে গোপিনাথপুর যৌথ জামে মসজিদ, ৫০ হাজার টাকা ব্যয়ে সাবেক মহাদেবপুর পূর্বপারা জামে মসজিদ, ৯০ হাজার টাকা ব্যয়ে লাল মিয়া সড়কের রাস্তা সংস্কার, ৮০ হাজার টাকা ব্যয়ে ব্রাক্ষ্মনদিয়া মধ্যপাড়া জামে মসজিদ, ৫০ হাজার টাকা ব্যয়ে দর্পনরায়নপুর নামজাদা জুম্মাবাদ জামে মসজিদ, ১লক্ষ টাকা ব্যয়ে ব্রাক্ষ্মনদিয়া সারেং বাড়ী ঈদগাহ মাঠ হতে ওয়াদুদ মিয়া মৌলভী বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, ৫০ হাজার টাকা ব্যয়ে সেতু মহিলা উন্নয়ন সমিতির উন্নয়ন, ১লক্ষ টাকা ব্যয়ে পল্লীবাসী কল্যাণ সংস্থার উন্নয়ন, ২লক্ষ টাকা ব্যয়ে কাসেমের বাড়ী হইতে আয়ুবের বাড়ীর অভিমুখি রাস্তা সংস্কার, ৫০ হাজার টাকা ব্যয়ে ব্রাক্ষ্মনদিয়া বাজার নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ৫০ হাজার টাকা ব্যয়ে সেকেন্ড চান্স এন্ড এডুকেশন স্কুল লোকশেড, ৪৫ হাজার টাকা ব্যয়ে নুরে আল মদিনা কিন্ডার গার্ডেন উন্নয়ন, ২লক্ষ টাকা ব্যয়ে মূলঘর রশিদ শেখের বাড়ি পাকা রাস্তা হতে থাইব্রিয়া বিল পর্যন্ত রাস্তা সংস্কার, ২লক্ষ ৫২ হাজার ৩১৯ টাকা ব্যয়ে রামকান্তপুর ৭ নং ওয়র্ড গফুর মোল্লার বাড়ি হতে সাত্তার শেখের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, ২লক্ষ টাকা ব্যয়ে চন্দনীর ৫ নং ওয়ার্ড হিন্দু পাড়া আশকের বাড়ি হতে ডাউকি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার উন্নয়ন, ২লক্ষ টাকা ব্যয়ে বানিবহের ৬ নং ওয়ার্ড আসলাম পাটোয়ারির বাড়ি হতে খোরশেদ মাষ্টারের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার, ২লক্ষ টাকা ব্যয়ে মিজানপুর বাগমারা খোন্দকার বাড়ি কবরস্থান সংস্কারের কাজ চলছে।

  গোয়ালন্দ  উপজেলায় ৫০ হাজার টাকা ব্যয়ে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের গেট সংস্কার, ৫০ হাজার টাকা ব্যয়ে গোয়ালন্দের সাপ্তাহিক রাজবাড়ীর খবর পত্রিকার অফিস মেরামত ও আসবাবপত্র ক্রয়, ৫০ হাজার টাকা ব্যয়ে লেকপার জামে মসজিদের ওজুখানা মেরামত, ৫০ হাজার টাকা ব্যয়ে কামরুল ইসলাম সরকারী ডিগ্রী কলেজের মসজিদ সংস্কার, ৫০ হাজার টাকা ব্যয়ে আফজাল গার্ডের বাড়ির সামনের পুকুর পাড়ের রাস্তা সংস্কার, ৫০ হাজার টাকা ব্যয়ে উত্তর চর পাঁচুরিয়া বাইতুল নুর মাদ্রাসা ও এতিম খানা সংস্কার, ২লক্ষ টাকা ব্যয়ে আসলাম খা’র বাশতলা জয়নদ্দিন পারা হতে শাজাহান মন্ডল পারা স্কুল অভিমুখি রাস্তা সংস্কার এবং ৪লক্ষ টাকা ব্যয়ে কেউটিল মাঠ হতে কালামের দোকানে অভিমুখি রাস্তা সংস্কার ও উন্নয়ন কাজ চলছে। 

  এছাড়াও সংসদ কাবিটা প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ায় ১৫০০ ফুট দৈর্ঘ্যর নতুন রাস্তার উন্নয়নের কাজ চলছে।

  উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর কন্যা। একাদশ জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফরিদপুরের রুশেমা ইমাম মৃত্যুবরণ করলে শূন্য হওয়া আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সালমা চৌধুরী রুমা ২০১৯ সালে ২৮শে জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৮ই আগস্ট শপথ গ্রহণ করেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর থেকে তিনি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com