রাজবাড়ী জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২১-০৬-০৭ ১৪:৪৩:১৩

image

রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল ৭ই জুন সকালে পুলিশ লাইন্সের ড্রিলসেডে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
  সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) আনিসুজ্জামান, এএসপি প্রবেশনার ও সকল থানার ওসি এবং পুলিশের সদস্যবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। 
  সভায় জেলা পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত আলোচনা ও সমস্যা সমাধান করা হয়। এছাড়াও সভায় সকল থানার ওসি এবং সকল পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সাথে কাজ করার জন্য নিদের্শনা প্রদান করা হয়। এরপর ভালো কাজের স্বীকৃত স্বরূপ পুলিশ সদস্যদের পুরষ্কার প্রদান করা হয়। 
  অপর দিকে একই দিনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com